-
হোমো দিউস: পর্ব ৫.১
ল: ইউভাল হারারি অনুবাদ: তাপস তো বলছিলাম যে মৃত্যু একটি টেকনিক্যাল সমস্যা। বিজ্ঞানীদের কথা বাদই দেন। এই আমরা যারা আমজনতা, তারাও মৃত্যুকে এই প্রযুক্তিগত সমস্যা হিসাবে ভাবতে অভ্যস্ত হয়ে গেছি।যখন আপনার পাশের বাসার ভাবী, তার ডাক্তারের কাছে যায় আর জিজ্ঞাসা করে, ‘ডাক্তার ভাইয়া, আমার কী হয়েছে?’ তখন ডাক্তার সম্ভবত বলবে, ‘আচ্ছা, আপনার ফ্লু হয়েছে অথবা…
//
-
হোমো দিউস: পর্ব ৫.০
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস মৃত্যুর মৃত্যু এই একবিংশ শতকেই, সম্ভবত প্রথমবারের মত আমরা মৃত্যুকে জয় করার জন্য প্রকল্প হাতে নেব। ইতিহাসে এর আগে কখনোই এত সিরিয়াসলি এ ধরনের কোন কাজে যুক্ত হওয়ার নজির নেই আমাদের। আমরা বৃদ্ধ হই, তারপর মারা যাই। এই চক্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করার অর্থ হচ্ছে আমাদের সেই পুরনো শত্রু;…
//
-
হোমো দিউস: পর্ব ৪.২
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস আগামী দশকগুলোতে দুর্ভিক্ষ, মহামারি এবং যুদ্ধে সম্ভবত আরও লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ভাই আপনি যে আগের পর্বগুলাতে বললেন যে এগুলা আমরা জয় করেছি? তাহলে নিজের কথা নিজেই ভুল বলছেন? আসলে তা না। একটু ব্যাখ্যা করি। আগামী দশকগুলোতে দুর্ভিক্ষ, মহামারি এবং যুদ্ধে সম্ভবত আরও লক্ষ লক্ষ মানুষ মারা যাবে ঠিকই…
//
-
হোমো দিউস: পর্ব ৪.১
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস আগের পর্বে আমরা দেখেছি যে আজকাল রাস্ট্রগুলো আর নিজেদের মধ্যে যুদ্ধে জড়াতে চায় না। তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তা এড়াতে। অবশ্যই নিজেদের লাভের জন্যই। কিন্তু আরেকটি পক্ষ আছে যাদের উদ্দ্যেশ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের চেষ্টাই থাকে কিভাবে একটি যুদ্ধ বা সংঘাত তৈরি করা যায়। ঠিকই ধরেছেন। সেই গোষ্ঠীদের আমরা চিনি সন্ত্রাসীগোষ্ঠী…
//
-
হোমো দিউস: পর্ব ৩.২
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস তাহলে সন্ত্রাসবাদ সম্পর্কে কী বলা যায়? এমনকি যদি কেন্দ্রীয় সরকার এবং শক্তিশালী রাষ্ট্রগুলি সংযম শিখে থাকে, সন্ত্রাসীদের নতুন এবং ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো দ্বিধা থাকতে পারে না। এটি অবশ্যই একটি উদ্বেগজনক সম্ভাবনা। তবে, সন্ত্রাসবাদ হলো দুর্বলতার কৌশল যা বাস্তব ক্ষমতার অভাব রয়েছে এমন ব্যক্তিদের দ্বারা গৃহীত হয়। অন্তত অতীতে,…
//
-
হোমো দিউস: পর্ব ৩.১
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস অদৃশ্য রণবহর দুর্ভিক্ষের পরে, মানবতার দ্বিতীয় বড় শত্রু ছিল প্লেগ এবং সংক্রামক রোগ। আগের দিনের শহরগুলা এখনকার মত ইন্টারনেটা বা মোবাইল নেটওয়ার্ক দিয়ে যুক্ত ছিল না। বরং অন্যান্য শহর থেকে আগত ব্যবসায়ী, কর্মকর্তা আর প্রচুর তীর্থযাত্রীদের ক্রমগাত যাতায়ত দিয়ে এগুলো যুক্ত থাকতো। সেই শহরগুলা ছিল আমাদের শহরগুলি মানব সভ্যতার ভিত্তি…
//
-
হোমো দিউস: পর্ব ২
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস গত পর্বে বলেছিলাম যে বায়োটেকনলজি আর তথ্য বিজ্ঞান আমাদের অকল্পনীয় ক্ষমতা দিতে যাচ্ছে। আর সেই ক্ষমতা দিয়ে আমরা কি করবো? এই প্রশ্নের উত্তর দেবার আগে একটু পেছনে তাকাতে হবে। দুনিয়া থেকে কি আসলেই দুর্ভিক্ষ, মহামারী আর যুদ্ধ শেষ হয়ে গেছে? হয়তো অনেকই তেড়েফুড়ে আসবেন এই দাবি শুনলে। আরে ভাই, দুনিয়াদারির…
//
-
হোমো দিউস: পর্ব ১
মূল: ইউভাল হারারি অনুবাদ: তাপস তৃতীয় সহস্রাব্দের কোন এক সময়ে আমাদের চাওয়া পাওয়ার ধরণগুলো কি ধরনের হবে? এর উত্তর দেবার আগে আমরা দেখে নেই গত কয়েক হাজার বছর ধরে আমাদের চাহিদাগুলো কি ছিলো। সেই অনাগত সময় থেকে এই সেইদিন পর্যন্ত আমাদের চাহিদাগুলা প্রায় একই ছিল। বিশ শতকের চায়নার, কিংবা মধ্য যুগের ভারত থেকে শুরু করে…
//
-
DNA
আপনার শরীরের প্রতিটি কোষের মাঝেই তার অবস্থান। ছোট্ট কুণ্ডলিত অবস্থায়। সে সেখানে রয়েছে প্রায় তিনশত চল্লিশ কোটি বছর ধরে, বিভিন্ন আকারে। বিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, তার নিজের প্রতিরুপ তৈরি করেছে হাজার কোটি বার । কিন্তু সরাসরি আপনাকে যুক্ত করেছে এই পৃথিবীর সর্বপ্রথম প্রাণের সাথে। আমরা বলতে পারি যে আপনার ডিএনএ’র মাধ্যেমে আপনি “স্পর্শ” করেছেন প্রতিটা…
//