DNA

আপনার শরীরের প্রতিটি কোষের মাঝেই তার অবস্থান। ছোট্ট কুণ্ডলিত অবস্থায়। সে সেখানে রয়েছে প্রায় তিনশত চল্লিশ কোটি বছর ধরে, বিভিন্ন আকারে। বিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, তার নিজের প্রতিরুপ তৈরি করেছে হাজার কোটি বার । কিন্তু সরাসরি আপনাকে যুক্ত করেছে এই পৃথিবীর সর্বপ্রথম প্রাণের সাথে। আমরা বলতে পারি যে আপনার ডিএনএ’র মাধ্যেমে আপনি “স্পর্শ” করেছেন প্রতিটা জীবন্ত সত্তাকে, যা আপনার পূর্বে অস্তিত্তবান ছিলো।
মূল: বিল ব্রাইসন
অনুবাদ: মহাপ্রভু

Tags:

Comments

One response to “DNA”

Leave a Reply